আর্কাইভ  বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫ ● ২ মাঘ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে পেট্রোল পাম্প থেকে বাস চুরি       শীতের কষ্ট ভুলতে আমেজে মেতে থাকে তারা       ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার       পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক       সৃজিত-ঋতাভরী কেন আলোচনায়?      

 

খুলনাকে ৮ রানে হারিয়ে সিলেটের দ্বিতীয় জয়

রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:২৯

ক্রীড়া ডেস্ক ;  বিপিএলে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিল সিলেট স্ট্রাইকার্স। 

আজ রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে সিলেট। পরে ওই রান তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে খুলনার ইনিংস।  

বড় লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুতে মোহাম্মদ নাইম, ইমরুল কায়েসকে হারিয়ে বিপাকে পড়ে খুলনা টাইগার্স। নাইম শেখ ৯ বলে ১১ করতে পারলেও ইমরুল কায়েস উইকেট হারান কেবল ২ রানে। এরপর রিস টপলির বলে ফিরতি ক্যাচ তুলে ফেরা খুলনার আফগান ব্যাটার দারউইশ রাসুলির ব্যাট থেকে আসে ১৫ রান। 

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিদায়ে আরও বিপাকে পড়ে দলটি। ১৪ বল খেলা মিরাজ ১৫ রানের বেশি করতে পারেননি। তবে ১৮ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করেন মোহাম্মদ নওয়াজ। অপর প্রান্তে অবশ্য মাহিদুল ইসলাম অংকন নিজের সর্বোচ্চ চেষ্টাটা করে যান।

জয়ের জন্য শেষ ৬ বলে ১৯ রান দরকার ছিল খুলনা টাইগার্সের। স্ট্রাইকে থাকা মাহিদুল ইসলাম ১৬ বলে ২৮ করে রান আউট হলে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে খুলনা টাইগার্সের ইনিংস। তাতে ৮ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স। 

এর আগে শুরুতে ব্যাট কর‍তে নেমে ভালো হয়নি সিলেটের। দলীয় ১৫ রানের মাঝে ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে ম্যাচের হাল ধরেন ওপেনার রনি তালুকদার। তৃতীয় উইকেটে ব্যাট হাতা নামা জাকির হোসেনকে সঙ্গে নিয়ে ১০৬ রানের জুটি গড়েন রনি। 
 
৫ চার ও ২ ছক্কায় ৫৬ রান করা রনি ফিরলে ভাঙে তাদের জুটি। এরপর ৬ বলে ৩ ছক্কায় ২০ রানের ক্যামিও উপহার দিয়ে যান অ্যারন জোন্স। 

তবে জাকির হাসান ঝড় তুলে গেছেন ইনিংসের শেষ পর্যন্ত। ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে সিলেট ৫ উইকেটে হারিয়ে তোলে ১৮২ রান। আরিফুল ইসলাম অপরাজিত ছিলেন ১৩ বলে ২১ রানে। 

মন্তব্য করুন


 

Link copied