আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫ ● ১০ মাঘ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: মাদকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ডিমলা ব্লকেড কমসূচী পালিত       কিশোরীগঞ্জে স্কুলের ইট পাচার করছিলেন আওয়ামী লীগ নেতা॥এলাকাবাসী আটক করলো ট্রলি       ডোমারে স্কুল শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ভাইরাল নিয়ে তোলপাড়       ডোমারে ছেলের কোঁদালের কোপে বাবা আহত, ছেলে আটক       ডোমারে নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত      

 

চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, বিকাল ০৫:৫২

নিউজ ডেস্ক : চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’র ব্যানারে সেখানে অবস্থান নেন তারা। এর আগে কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। বেলা ১ টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন। আন্দোলনকারীদের অবরোধের কারণে শাহবাগ মোড়ের চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বিকেল সাড়ে ৩ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। বিকেল ৫ টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তারা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন।

তাদের চার দফা দাবি হচ্ছে- অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বেলা দেড়টার দিকে বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা কোনো কথা শুনছেন না।

মন্তব্য করুন


 

Link copied