আর্কাইভ  বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫ ● ২ মাঘ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে পেট্রোল পাম্প থেকে বাস চুরি       শীতের কষ্ট ভুলতে আমেজে মেতে থাকে তারা       ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার       পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক       সৃজিত-ঋতাভরী কেন আলোচনায়?      

 

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে লিটন বাদ, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:২০

ক্রীড়া ডেস্ক : লিটনের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তাতে এটা স্পষ্ট আস্থা হারিয়েছেন এই ওপেনার। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে রান না করতে না পারাটা (২,৪,০)। সংবাদ সম্মেলনে তাই লিটনের না থাকা নিয়েই একের পর এক প্রশ্নের জবাব দিলেন প্রধান নির্বাচক।

গাজী আশরাফ হোসেন বলেন, ‘লিটন আউট অব ফর্ম। আউটের প্যাটার্ন অনেকটা একই রকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, সেটা হচ্ছে না। ক্রিজে টিকে থাকতে পারছে না। এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই।’

৩০ বছর বয়সী লিটনের ব্যাটে সর্বশেষ ৭ ইনিংসেই দুই অঙ্কের রান নেই। ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফিফটির পর টানা ১৪ ইনিংসে পঞ্চাশের দেখা নেই। ফর্মের পাশাপাশি লিটনকে না রাখার পেছনে ভালো বিকল্প থাকার কথাও বলেছেন প্রধান নির্বাচক, ‘সৌম্য ও তামিম জুটি হিসেবে ভালো করছে। এই দুজনই সম্ভবত ইনিংস শুরু করবে। তাই প্রথম একাদশে লিটনের জায়গা নেই। তার ক্লাস নিয়ে সন্দেহ নেই। ফর্মে সংকট দেখা দিলে সেখান থেকে বের করতে যদি কাজ করতে পারি তাহলে তাকে ভালোভাবে বের করে আনতে পারব। আমাদের বিশেষজ্ঞরা কাজ করার সুযোগ পাবে এই সময়ে।’

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে দুবাইয়ে। যেখানে ২০১৮ এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন লিটন। তবে নির্বাচকদের কাছে মূল বিবেচ্য হয়েছে বর্তমান ফর্মই, ‘লিটনের অতীত পারফরম্যান্স, ইতিহাস অবশ্যই দেখা হয়। নিকট অতীত বেশি দেখা হয়। 

মন্তব্য করুন


 

Link copied