নিউজ ডেস্ক: চট্টগ্রামের হালিশহর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে আটক করার ১৬ ঘণ্টা পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার মধ্য রাতে ওবায়দুল কাদের চট্টগ্রামে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে হালিশহরের শান্তিবাগ আবাসিক এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী। তবে সেখানে ওবায়দুল কাদেরকে পাওয়া না গেলেও আটক করা হয় তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে।
পরে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল হুদাকে থানায় নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে নুরুল হুদাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী আরও জানান, জিজ্ঞাসাবাদে নুরুল হুদা জানিয়েছেন, ৫ আগস্টের পর থেকে ওবায়দুল কাদেরের সাথে আর কোনো যোগাযোগ নেই তার। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তবে এর আগে দুপুরে নগর পুলিশের মুখপাত্র রইছ উদ্দিন জানান, একটি মামলার এজাহারে তার নামের সাথে মিল থাকায় নুরুল হুদাকে আটক করা হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই পলাতক রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরইমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।