স্টাফরিপোর্টার,নীলফামারী॥ তিস্তা নদীর ভাঙ্গন থেকে রক্ষা ও তিস্তা নদীর সুরক্ষায় চীনের সাথে বিজ্ঞানসম্মতভাবে তিস্তার মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে নীলফামারীর জলঢাকা উপজেলায় মানববন্ধন করেছে ‘তিস্তা বাচাঁও, নদী বাচাঁও’ সংগ্রাম পরিষদ। বুধবার(২ অক্টোবর) দুপুরে উপজেলার জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে তিস্তা পারের বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধনে সংগ্রাম পরিষদের ষ্টান্ডিং কমিটির সদস্য মোছাঃ মনজিলা মোস্তারী সুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের জলঢাকা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, সমন্বয়ক জাহাঙ্গীর রহমান, আব্দুল মালেক,সদস্য শফিকুল ইসলাম সপু, এটিএম আসাদুজ্জামান, মাহিদুল ইসলাম, এনামুল হক, মকবুল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা ত্রাণ চাই না, আমরা সহযোগীতা চাই না, আমরা তিস্তা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে চাই। নদী খনন করে দুই তীর রক্ষাসহ বন্যা ও ভাঙ্গনের হাত থেকে বাঁচাতে হবে। তিস্তা নদীর ড্রেজিং ও খনন করে কোটি মানুষের দুঃখ গোছানোর পরিকল্পনা হাতে নিয়েছিল পূর্ববতী সরকার। চীনের সাথে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে রংপুর বিভাগের পাঁচটি জেলা নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম তিস্তা পারের সাধারণ মানুষদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বদলে যাবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। তাই তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্যারের কাছে জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার কাছে প্রদান করেন তারা।