নিউজ ডেস্ক: বিকেল চারটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় ঐক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তবে এবারও জাতীয় পার্টিকে আমন্ত্রণ করা হয়নি প্রধান উপদেষ্টার আলোচনায়।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্য প্রতিনিধি দল আলোচনায় অংশ নিয়েছেন। অন্যদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিয়েছেন।