আর্কাইভ  রবিবার ● ২ ফেব্রুয়ারি ২০২৫ ● ২০ মাঘ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ২ ফেব্রুয়ারি ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: টুঙ্গিপাড়ায় আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত, গাড়ি ভাঙচুর       ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১। আহত ৩ জন।       কুড়িগ্রামে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন       নীলফামারীতে মাসব্যাপী পুনাকের শিল্প পণ্য মেলা শুরু       সৈয়দপুর শহরের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান      

 

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, রাত ০৮:২৮

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।আজ রোববার বিকালে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন  জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন। 
 
 
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।
 
 
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন , ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমটির সদস্য জেড মতুজা চৌধুরী তুলা, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ। 
 
 
এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি মমিনুল হক বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন,  জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাশেদুর রহিম রাশেদ, হরিপুর উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদিক আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আকতার জামিল, জেলা-উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, সহযোগী অংগ সংগঠনের নেতৃবন্দ এবং অংশগ্রহণকারী ২ টিমের খেলোয়াড়, কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান কামু। উদ্বোধনী খেলায় হরিপুর ফুটবল একাদশ টিম তুমুলভাবে প্রতিদন্দিতা করে জাহিদুল ফুটবল একাদশ শীবগঞ্জ বগুড়া টিমের সাথে পরাজিত হয় । 

মন্তব্য করুন


 

Link copied