ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলাম সুজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মোট ১০৪টি কেন্দ্রে মাজহারুল ইসলাম সুজন ১ লাখ ১৫ হাজার ৬১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক মার্কা প্রতীক নিয়ে আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৫ হাজার ২শ ৩৪ ভোট।
বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রানিসংকাইল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসন।
এই আসনে মোট ভোটর ৩ লাখ ১৭ হাজার ৯৭৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৬৬৮ জন। নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৩০৫ জন।
এই আসনে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী ছিলেন নুরুন নাহার বেগম, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে ছিলেন রিম্পা আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী সোফা প্রতীকে আব্দুল কাদের।