স্টাফরির্পোটার,নীলফামারী॥ নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ঘিরে বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি দশম শ্রেনীর দুই ছাত্র/ছাত্রীর প্রেমের মাধ্যমে বিয়ে, অতপর ছাত্রটির আত্মহত্যার রেশ কাটতে না কাটতে এবার শ্রেণিকক্ষের ভেতরে এক যুগলের আপত্তিকর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উক্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভেতরে এমন আপত্তিকর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো জেলাজুড়ে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখা গেলে বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ দেখা দেয় ওই পুরো এলাকায়।
বুধবার ওই স্কুলের সাবেক শিক্ষার্থী হামিদুর রহমান হাবিব বলেন, এ ধরনের ঘটনা আমরা কোনো দিন কল্পনাও করতে পারিনি। তবে আমার মনে হয় স্কুল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে।
মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম আব্দুল কাদের বলেন, আমি রাতে শুনিনি, সকালে স্কুলে আসার পরেই শুনলাম। সব শিক্ষকদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।
এলাকাবাসী আরও জানান, এর অগে ওই স্কুলের দশম শ্রেনীর এক ছাত্র একই ক্লাশের এক মেয়ের সাথে প্রেমের সর্ম্পকে বিয়ে করে। এনিয়ে ওই এলাকায় চলে তোলপাড়। ডোমার থানার জোড়াবাড়ী ইউনিয়নের রাব্বানী ইসলামের ছেলে রাফিউল ইসলাম শুভ। বিয়ের পর স্কুলে গেলেও হঠাৎ করে গত ৭ জানুয়ারী রাফিউল ইসলাম শুভ আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করে। রির্পোট এখনও আসেনি। এ নিয়ে স্কুলের শিক্ষার্থীরা ১০ জানুয়ারী স্কুলের সামনের সড়কে মানববন্ধন করেছিল। রাফিউল ইসলাম শুভ আত্মহত্যা করার পর তার স্ত্রীর স্কুলে আসা বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসী ও অভিভাবকরা অভিযোগ করে জানান, স্কুল কর্তৃপক্ষের গাফলাতির কারনে ওই শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এ নিয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।