আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪ ● ২ কার্তিক ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: ঈদে ৫ দিন, পূজার ছুটি ৩ দিন হতে পারে       বঙ্গবন্ধু শেখ মুজিবের দালাল শাওন?       আগে কি সুন্দর দিন কাটাইতাম : আওয়ামী লীগ       ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী মাছ ধরা উৎসব       মতিয়া চৌধুরীর জানাজা ও দাফন বুদ্ধিজীবী কবরস্থানে হবে      

 width=
 

ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, সকাল ০৭:০৭

 বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক ছাত্রকে মারধর করেন স্থানীয়রা। এর জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।

জানা যায়, ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন স্থানীয় এক যুবক। এ সময় ছাত্রীর বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরবর্তীসময়ে ওই ছাত্র আবু সাঈদ চত্বরে গেলে স্থানীয়দের একটি দল তাকে মারধর করে। এরপর সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন


 

Link copied