আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪ ● ৫ পৌষ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ       আমাদের আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না: রংপুরে চরমোনাই পীর       নীলফামারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ইপিজেডের নারী কর্মী সহ ২ জন নিহত       নীলফামারীতে প্রশস্তকরণ কাজে জমি অধিগ্রহনের চেক বিতরণ       নীলফামারীতে সেরা তিন রেমিটেন্স যোদ্ধাকে সন্মাননা প্রদান      

 

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ

রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, দুপুর ০৪:৫৫

নিউজ ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উচ্চ শব্দে নিয়মিত শব্দদূষণের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে সাউন্ড বক্সে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রক্টর অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে সন্ধ্যা ৬টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করা যাবে না- মর্মে ঘোষণা দেওয়া হলে শিক্ষার্থীরা অবস্থান ত্যাগ করেন।

শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে শুরু ওই অভিনব প্রতিবাদ চলে রাত ১১টা পর্যন্ত। 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে প্রতিবাদ করেন। এ সময় তাদের পাশাপাশি অন্য হলের শিক্ষার্থীরাও অংশ নেন। 

অভিনব ওই প্রতিবাদে অংশ নেওয়া শামসুন্নাহার হলের শিক্ষার্থী ইরিত্রা খবরের কাগজকে বলেন, ‘টিএসসিতে শব্দদূষণের সমস্যাটা পুরোনো। এখন টিএসসিতে বহিরাগতরা কোনো অনুমতি ছাড়াই নিয়মিত গান-বাজনা ও সমাবেশ করছে। এমনকি রাত ১২টার পরও গান-বাজনা হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে শামসুন্নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীরা। এক্ষেত্রে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘নভেম্বর-ডিসেম্বর পরীক্ষার সিজন। এই সময়েও এগুলো হচ্ছে। প্রশাসন তো এগুলো জানে। প্রশাসন এসব বন্ধ করার আশ্বাস দিলেও দৃশ্যমান কিছু দেখিনি। তাই উপাচার্যের বাসার সামনে গান বাজিয়ে প্রতিবাদ করছি। এতে অন্তত উপাচার্য স্যার বুঝুক, আমাদের কেমন অনুভূতি হয়।’

পরে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দায়িত্বশীলদের আশ্বাসে কর্মসূচি শেষ করে। 

এ ব্যাপারে শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী আশরেফা খাতুন বলেন, ‘আমরা আমাদের সমস্যার ব্যাপারে প্রক্টর স্যারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের দাবি আমলে নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। আশা করছি, অচিরেই তা কার্যকর হবে। এ ছাড়া আমাদের নারী শিক্ষার্থীদের যে আবাসিক সংকট রয়েছে, এ ব্যাপারেও কথা হয়েছে। শিগগিরই উপাচার্য বরাবর আমরা স্মারকলিপি দেব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন  বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি অনুযায়ী পদক্ষেপ নেবে।’

এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর থেকে মাইক বাজিয়ে যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাত ১১টার দিকে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চৈঃস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

মন্তব্য করুন


 

Link copied