আর্কাইভ  বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ● ২৩ মাঘ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫

তাবলীগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য ও সংকটের স্থায়ী সমাধানের দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন

সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, রাত ১০:৩৪

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥  তাবলীগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ জানুয়ারী) বিকাল সাড়ে তিনটার দিকে সচেতন ছাত্র সমাজের আয়োজনে নীলফামারী প্রেসক্লাব মিলনায়নে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি তৈয়বুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি রাশেদ ইকবাল, নীলফামারী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মোর্শেদ আমান প্রমুখ।
বক্তারা উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিৎ করা, উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ময়দান, দেশের প্রতিটি মসজিদে উভয় পক্ষের তাবলীগের আমলে সমতা নিশ্চিৎ করা, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে এক অপরের বিরুদ্ধে কোন ধরণের উস্কানীমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্খিত হত্যাকান্ডের বিচার বিভাগীয় নিপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  
দ্রুত সমস্যার সমাধান না হলে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরের ন্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুশিয়ারী প্রদান করা হয় এসময়। 

মন্তব্য করুন


Link copied