আর্কাইভ  মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২৫ ● ২৪ পৌষ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২৫
 
 width=
 


 

 

২০২৪ সালের বাংলাদেশ: যারা ছিলেন পরিবর্তনের নেপথ্যে

২০২৪ সালের বাংলাদেশ: যারা ছিলেন পরিবর্তনের নেপথ্যে

ফিরে দেখা ২০২৪ বছরজুড়ে রংপুরে ঘটে যাওয়া আলোচিত ঘটনা

ফিরে দেখা ২০২৪ বছরজুড়ে রংপুরে ঘটে যাওয়া আলোচিত ঘটনা

ফিরে দেখা ২০২৪:  উত্তর বাংলা  ফেসবুক পেজে পাঠকেরা বেশি সাড়া দিয়েছেন যেসব খবরে

ফিরে দেখা ২০২৪: উত্তর বাংলা ফেসবুক পেজে পাঠকেরা বেশি সাড়া দিয়েছেন যেসব খবরে

বিদায় স্মরণীয়-বরণীয় বছর ২০২৪

বিদায় স্মরণীয়-বরণীয় বছর ২০২৪

 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিলস্ চালুর দাবিতে মানববন্ধন       নীলফামারী জেলা কারাগারে হাজতির মৃত্যু       শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার?       সম্পর্ক ভেঙ্গে যাওয়ার ৫ লক্ষণ       রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে      

 

তাহসানকে যেসব প্রতিশ্রুতি দিলেন রোজা

রবিবার, ৫ জানুয়ারী ২০২৫, বিকাল ০৭:১৫

বিনোদন ডেস্ক :  বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী, অভিনেতা তাহসান খান ও রূপসজ্জাকর (মেকআপ আর্টিস্ট) রোজা আহমেদ। নতুন জীবনের শুরুতে রোজা আহমেদ তাহসানকে ৪টি প্রতিশ্রুতি দিয়েছেন।

আর তা জানা গেল তার রোজার বয়ানেই।

দাম্পত্য মানেই একের প্রতি অপরের কিছু দায়িত্ব পালন আর কিছু প্রতিশ্রুতি রক্ষা। নানা প্রতিশ্রুতি আর জীবনসঙ্গীর চাওয়াগুলোকে পূর্ণ করার প্রত্যয় নিয়েই ঘর বাঁধে দুটি মানুষ। আর এই ঘর মানে অনেক কিছু। এই ঘর মানে প্রতিদিন কারো কাছে ফিরে আসা, পরম আশ্রয় আর ভালোবাসার বন্ধন।

নিজেদের বিয়ের আটটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে এক ঘরের প্রতিশ্রুতি দিয়েছেন তাহসানের নববিবাহিতা স্ত্রী রোজা আহমেদ। আর সেই সঙ্গে তাহসানের তিনটি বিশেষ চাওয়া পূরণ করার প্রতিশ্রুতির কথাও জানিয়েছেন রোজা। সেগুলো হলো বিশ্বাস, শ্রদ্ধা আর বন্ধুত্ব।

ছবির ক্যাপশনে রোজা লেখেন, আমি এমন একজন লোককে পেয়েছি যিনি দয়ালু। তিনি জীবনের জন্য বিশ্বাস, শ্রদ্ধা এবং বন্ধুত্ব চেয়েছিলেন। আমি তাকে এসবের সঙ্গে জীবনের জন্য একটি বাড়ির প্রতিশ্রুতি দিয়েছিলাম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।

ভেবে দেখলেই বোঝা যায় রোজার দেওয়া প্রতিশ্রুতির (বিশ্বাস, শ্রদ্ধা আর বন্ধুত্ব) এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসলে পারস্পরিক। এর সঙ্গে যদি একটি শান্তির নীড় বা ঘরের প্রতিশ্রুতি মেলে তবে পুরুষ আর না আটকিয়ে যাবে কোথায়! আর সেটিই হয়েছে বহুদিন সিঙ্গেল জীবন কাটানো, কয়েক প্রজন্মের হার্টথ্রব তাহসানের বেলায়।

এই নবদম্পতিকে নিয়ে এখন আলোচনা চলছে নেটিজেনদের। অন্যদিকে, রোজা আহমেদের এই হৃদয়ছোঁয়া পোস্ট এরই মাঝে আলাদা করে ভালোলাগা জাগাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে সবাইকে।

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

মন্তব্য করুন


 

Link copied