স্টাফ রির্পোটার,নীলফামারী॥ নীলফামারীর ডিমলায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজদের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কিছামত ছাতনাই চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে মরদেহটি হস্তান্তর করে বিজিবি। তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত মরদেহের নাম-পরিচয় মিলেনি।
ডিমলা থানার ওসি লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিমলার খগাখড়িবাড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কিছামত ছাতনাই চরে তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাতনামা পুরুষ(৩৮) লাশ বৃহস্পতিবার সকাল আটটায় এলাকাবাসী দেখতে পেয়ে ডিমলা থানা ও ৫১ বিজিবিকে সংবাদ দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাংলাদেশ পুলিশ বিজিবি ও ভারতের পুলিশ ও বিএসএফ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে লাশের সুরতহাল তৈরী করে বিধি মোতাবেক প্রস্তুতপূর্বক পতাকা বৈঠকের দুপুর একটা ৫০ মিনিটে লাশটি মাধ্যমে ভাতীয় পুলিশ ও বিএসএফ নিকট হস্তান্তর করা হয়।