কুড়িগ্রাম প্রতিনিধি: ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। বুধবার(২২জানুয়ারী) সারাদিনেও সূর্যের দেখা মিলেনি। শির শির হিমেল হাওয়ায় কাজে বের হওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে। হঠাৎ করে ঠান্ডা নেমে আসায় মানুষ কাহিল হয়ে পড়েছে।
কুড়িগ্রাম জেলার রাজারহাট সদর ইউনিয়নের মিজানুর রহমান(৪৫) বলেন, মাঘের জাড়ে, বাঘ কাঁপে। গতকাল (মঙ্গলবার) থেকে মানুষ ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে। গাড়ি নিয়ে বের হওয়া যায় না। তবুও বের হলাম ভাড়া না হলে বউ-ছাওয়াল না খায়া থাকবে। ঠান্ডা শুরু হলে ভাড়া অনেক কম হয়।
কুড়িগ্রাম ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল হাই বলেন, জেলার ৯টি উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। সেগুলো বিতরণ শেষের পথে। তবে প্রয়োজনের তুলনায় বরাদ্দ একদম কম বলে জানিয়েছেন শীতার্ত মানুষেরা।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বুধবার(২২জানুয়ারী) রাজারহাট উপজেলায় ১২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী ২৩-২৪ তারিখে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।