শাহ্ আলম শাহী,দিনাজপুর: ঈদে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দিনাজপুরে দু'জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার ( ৮ জুন) বিকেলে কোতোয়ালি থানায় এনিয়ে প্রেস ব্রিফিং করেছে দিনাজপুর কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন।
প্রেস ব্রিফিং এ গণমাধ্যমকর্মীদের জানানো হয়, আটককৃত অমর (২৬) ও নয়ন (৩০) দিনাজপুর শহরের স্টেশন রোডস্থ মোবাইল ফোন এ রিচার্জ,বিকাশের দোকান পরিচালনার পাশাপাশি ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছে দীর্ঘদিন ধরে।
শুক্রবার রাত ১১ টায় তাদের প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ টি মোবাইফোন সেট ও ট্রেনের টিকিটের ২০ টি প্রিন্ট কপি উদ্ধার করা হয়েছে।
তারা ঈদকে সামনে রেখে কৌশলে ট্রেনের টিকিট অনলাইনে কেটে কালোবাজারি করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে তাদের আটক করা হয়েছে। তবে আটককৃতদের পরিবারের সদস্যদের অভিভোগ কারো মিথ্যে অভিযোগে ওমর ও নয়নকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে স্টেশন রোডে মোবাইল ফোনের ফ্লেজিলড ও বিকাশে লেন-দেনের দোকান করে আসছেন। তারা পরিবারের পিতা-পুত্র সবাই শ্রম দেয় দোকানে।
কিভাবে ট্রেনের টিকিট মোবাইল ফোনে কাটতে হয় এর এপস ফোনে ডাউনলোড করে দেয়া ও ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয় তা শিকিয়ে দিয়ে ২০ থেকে ৫০ টাকা তারা গ্রাহকদের কাছে নেয়। যে প্রিন্ট টিকিট পেয়েছে,তা গ্রাহকের। তাদের নয়। ভুল-বোঝাবুঝি অথবা কারো মিথ্যে অভিযোগে তাদের আটক করা হয়েছে।