আর্কাইভ  শুক্রবার ● ২২ নভেম্বর ২০২৪ ● ৮ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২২ নভেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: সনাতনীরা কোন নির্দিষ্ট দলের কিংবা রাজনৈতিক দলের সমর্থন করে না       ছাত্রলীগ টিকেটেই শত কোটির মালিক এই নেতারা: নেপথ্য কাহিনী       পলাতক স্বৈরাচাররা ’চট’ করে ফেরে না কখনও!       বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে- রেলপথ উপদেষ্টা       কোনো দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা নেই- জামায়াতের আমির      

 

দিনাজপুরে শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

সোমবার, ২৭ মে ২০২৪, দুপুর ০৩:৪৮

শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরে শ্যালিকা মর্জিনা আক্তারকে হত্যার দায়ে দুলাভাই আব্দুল্লাহ শুভকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দেন।  

শুভ কুমিল্লা সদর উপজেলার শিশপুর এলাকার আবুল বাসারের ছেলে। তবে দিনাজপুরে বসবাস করতেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিয়ের পর পারিবারিক কলহের কারণে শুভর সঙ্গে তার স্ত্রী ফাতেমা সানিয়ার তালাক হয়ে যায়। তালাকের পরও ২০১৮ সালে ২৯ জানুয়ারী পার্বতীপুর উপজেলায় ফাতেমার বোন মর্জিনা আক্তারের বাসায় যান শুভ।

সেখানে ফাতেমাও ছিলেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে ফাতেমাকে শুভ আঘাত করেন।

এসময় প্রতিহত করতে গেলে মর্জিনাকেও কুপিয়ে গুরুতর আহত করেন শুভ। এ অবস্থায় ফাতেমা ও মর্জিনাকে হাসপাতালে নিলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা শুভকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আজ সোমবার এ রায় দেন বিচারক।  

নিহত মর্জিনা শুভর সাবেক শেলিকা। যেহেতু তার বোনের সাথে ডিভোর্স হয়েছিল।

মন্তব্য করুন


 

Link copied