আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪ ● ২ কার্তিক ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: ছাত্র সমাজের সভাপতি-সাধারণ সম্পাদকের পদত্যাগ       দুবাই থেকেই ফিরে যাচ্ছেন সাকিব? হঠাৎ নতুন নাটকীয়তা, দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা       সাকিবকে দলে রাখায় ঢাবিতে ক্রিকেটারের কুশপুত্তলিকা দাহ       রংপুর অঞ্চলে “ ঘাসের ডগায় শিশিরের মুক্তা “ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা       ঈদে ৫ দিন, পূজার ছুটি ৩ দিন হতে পারে      

 width=
 

দুর্দান্ত জয় ব্রাজিলের

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, সকাল ০৯:৫১

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাজিল। ব্রাসিলিয়ায় আজ সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন রাফিনিয়া। বাকি দুই গোল আসে আন্দ্রেস পেরেইরা ও লুইস হেনরিকের পা থেকে।

শেষ ম্যাচে চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল সেলেসাওরা। তবে এবার জয় পেতে কষ্ট হয়নি ব্রাজিলের। পেরুকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাছাইপর্বের টানা দুই ম্যাচে জয়ে পয়েন্ট টেবিলে অবস্থান সুসংহত করল ব্রাজিল।

ঘরের মাঠে শুরু থেকেই প্রত‍্যাশিত আক্রমণাত্মক ফুটবলই খেলে ব্রাজিল। তবে ১২ মিনিটে গোল উল্টো হজম করলেও পেরুর গোলটি বাতিল হয় অফসাইডের কারণে।ব্রাজিলের প্রথম গোল আসে পেনাল্টি থেকে। ৩৪ মিনিটে পেরুর ডিফেন্ডার কার্লোস সামব্রানোর হাতে বল লাগলে পেনাল্টির আবেদন জানায় ব্রাজিলের খেলোয়াড়েরা।

শুরুতে সাড়া দেননি রেফারি। পরে ভিএআরে দেখে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে জোরাল শটে জাল খুঁজে নেন রাফিনিয়া। এগিয়ে যায় ব্রাজিল। ৫৪তম মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটিও এসেছে পেনাল্টি থেকে। 

২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আরও উজ্জীবিত হয়ে ওঠে ব্রাজিল। ৭১ মিনিটে পেয়ে যায় তৃতীয় গোলের দেখা। লুইস হেনরিকের ডানপ্রান্ত থেকে পাওয়া ক্রসে অসাধারণ এক সাইডভলিতে বল জালে জড়ান আন্দ্রেস পেরেইরা। এর তিন মিনিট পর গোল করেন হেনরিক নিজেও। পেরুর তিন খেলোয়াড়ের মাঝ থেকে গোল আদায় করে নেন এই মিডফিল্ডার। 

বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে ব্রাজিল। সমান পয়েন্টে নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থাকায় উরুগুয়ে আছে তিনে। ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাজিল। ব্রাসিলিয়ায় আজ সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন রাফিনিয়া। বাকি দুই গোল আসে আন্দ্রেস পেরেইরা ও লুইস হেনরিকের পা থেকে।

শেষ ম্যাচে চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল সেলেসাওরা। তবে এবার জয় পেতে কষ্ট হয়নি ব্রাজিলের। পেরুকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাছাইপর্বের টানা দুই ম্যাচে জয়ে পয়েন্ট টেবিলে অবস্থান সুসংহত করল ব্রাজিল।

ঘরের মাঠে শুরু থেকেই প্রত‍্যাশিত আক্রমণাত্মক ফুটবলই খেলে ব্রাজিল। তবে ১২ মিনিটে গোল উল্টো হজম করলেও পেরুর গোলটি বাতিল হয় অফসাইডের কারণে।ব্রাজিলের প্রথম গোল আসে পেনাল্টি থেকে। ৩৪ মিনিটে পেরুর ডিফেন্ডার কার্লোস সামব্রানোর হাতে বল লাগলে পেনাল্টির আবেদন জানায় ব্রাজিলের খেলোয়াড়েরা।

শুরুতে সাড়া দেননি রেফারি। পরে ভিএআরে দেখে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে জোরাল শটে জাল খুঁজে নেন রাফিনিয়া। এগিয়ে যায় ব্রাজিল। ৫৪তম মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটিও এসেছে পেনাল্টি থেকে।

২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আরও উজ্জীবিত হয়ে ওঠে ব্রাজিল। ৭১ মিনিটে পেয়ে যায় তৃতীয় গোলের দেখা। লুইস হেনরিকের ডানপ্রান্ত থেকে পাওয়া ক্রসে অসাধারণ এক সাইডভলিতে বল জালে জড়ান আন্দ্রেস পেরেইরা। এর তিন মিনিট পর গোল করেন হেনরিক নিজেও। পেরুর তিন খেলোয়াড়ের মাঝ থেকে গোল আদায় করে নেন এই মিডফিল্ডার। 

বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে ব্রাজিল। সমান পয়েন্টে নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থাকায় উরুগুয়ে আছে তিনে। ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা।

মন্তব্য করুন


 

Link copied