স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২৫ মে) দুপুরে জেলা শহরের গোড়গ্রাম ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে ওই শাখার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই শাখার পার্টনার (অংশিদার) মো. কাবেরুল ইসলাম লিটন।
বক্তৃতা করেন ইউসিবি এজেণ্ট ব্যাংকিংয়ের রাজশাহী বিভাগীয় এরিয়া ম্যানেজার মো. সুমন, রংপুর বিভাগের এরিয়া ম্যানেজার মো. আকরাম হোসেন, নীলফামারী শাখা ব্যবস্থাপক মো. শরিফুর রহমান, গোরগ্রাম কে এমডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খাদেমুল ইসলাম, মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান রোকসানা ইসলাম, গোরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুব জর্জ প্রমুখ।
হাজিগঞ্জ এজন্ট ব্যাংকিং শাখার অংশিদার মো. কাবেরুল ইসলাম বলেন, এই ব্যাংকে নিয়মিত সকল ধরনের হিসাব পরিচালিত হবে। এখানে গ্রাহকরা যেমন সঞ্চয় করতে পারবেন, তেমনি স্বল্প সুদে স্বল্প ও দীর্ঘ মেয়াদী ঋণ সুবিধা গ্রহন করতে পারবেন ব্যবসায়ীরা। এছাড়া কৃষকরা স্বল্প মেয়াদে মৌসুমি ঋণ সুবিধা পাবেন। এতে করে এলাকার কৃষক, ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা লাভবান হবেন।