স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ৪০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে এনজিও ফেডারেশন। বুধবার(১৫ জানুয়ারী) বেলা ১১টার দিকে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে কমিউনিটি ধান ব্যাংকে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তৃতা দেন উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব রায়, এনজিও ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশিকা তানবীন, উন্নয়ন সংস্থা ইউএসএস এর প্রশিক্ষণ সমন্বয়কারী ওমর ফরুক, জেন্ডার সমতা কর্মকর্তা সালমা আক্তার প্রমুখ।
ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম জানান, এনজিও ফেডারেশন জেলায় কর্মরত এনজিওদের একটি সংগঠন। এ সংগঠনের সদস্য এনজিওদের সম্বয়ে অসহায় শীতার্তদের মাঝে ৪০০ কম্বল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়। এর মধ্যে জেলা সদরে ৩০০ এবং জলঢাকায় ১০০ কম্বল বিতরণ করা হয়েছে।