স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ওয়াল্ড লাইফ অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ আয়োজন শুরু হয়। পরে বেলুন উড়িয়ে অলিম্পিয়ার্ডের উদ্বোধন করেন অতিথিরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অধিনে বন অধিদপ্তর এ অলিম্পিয়ার্ডের আয়োজন করে।
নীলফামারী জেলা বন কর্মকর্তা মো. রেজাউল করিম উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘পৃথিবীতে ৮৪ লাখ বন্য প্রাণি রয়েছে। মানব কল্যানে আল্লাহ পৃথিবীতে এসব বন্য প্রাণি পাঠিয়েছেন। প্রাণিকুলের প্রতি মমত্ববোধ সৃষ্টি করতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়ার্ড ভূমিকা রাখবে।’
নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায় বলেন, পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে জীববৈচিত্র্য রক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবীতে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। আমরা সব প্রাণির প্রতি সহানুভূতিশীল হবো।
’এর পর পর্বে নিবন্ধন করা শিক্ষার্থীদের পরীক্ষা হয়। অষ্টম থেকে দশম এবং দ্বিতীয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দুই শাখায় আধা ঘণ্টার পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে স্কুল পর্যায়ের ১৫জন এবং কলেজ পর্যায়ে ৫জনসহ ২০জনকে চ্যাম্পিয়ন ও রানারআপ ঘোষণা করা হয়। দুটি গ্রুপে স্কুল পর্যায়ে ৩ জন্য এবং কলেজ পর্যায়ে ৩জনকে চ্যাম্পিয়ন ঘোষানা করা হয়। ওই ছয়জন পরে ঢাকায় জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।এসব কার্যক্রম পরিচালনা করেন ঢাকা থেকে আসা সেন্ট্রাল টিমের ফাহিম মুনতাসির, তাওহীদ উল্লাহ সৌরভ ও মো. তানজিল হোসেন।