আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫ ● ৩ মাঘ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: তিস্তা কমান্ড এলাকায় সেচ সরবরাহ শুরু॥ কৃষকরা বোরোর চারা রোপনে মাঠে নেমেছে       নীলফামারীতে তারুণ্যের উৎসব ঘিরে আরচ্যারী প্রতিযোগীতা অনুষ্ঠিত       নীলফামারীতে এনজিও ফেডারেশনের ৪০০ কম্বর বিতরণ       নীলফামারীতে মোটরসাইকেল সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু       ‘আদিবাসী’ স্বীকৃতির দাবিকারীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি বৈষম্যবিরোধীদের      

 

নীলফামারীতে তারুণ্যের উৎসব ঘিরে আরচ্যারী প্রতিযোগীতা অনুষ্ঠিত

বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, রাত ১০:১৮

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব’ ঘিরে নীলফামারীতে দিনব্যাপী আরচ্যারী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ জানুয়ারী) জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও উদ্বোধন করেন বাংলাদেশ আরচ্যারী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। 
বিকাল ৫টার দিকে ৯জন বিজয়ীকে ম্যাডেল পরিয়ে দেন অতিথিরা। 
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, জেলা জজ কোর্টের সরকারি কৌশলী এ্যাড. আবু মোহাম্মদ সোয়েম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ ও সৈয়দ মেহেদী হাসান আশিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। একই প্রাঙ্গণে পিঠা উৎসব ও দেশীয় সাংস্কৃতিক উৎসবে সংগীত পরিবেশন করেন শিল্পিরা। 
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ও নীলফামারী জেলা প্রশাসন, জেলা ক্রীড়া কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এরআগে সকাল ১০টার দিকে বনার্ঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে প্রতিযোগীতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করেন। 
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, প্রতিযোগীতায় জেলার ৬ উপজেলা থেকে ৪ জন করে মোট ২৪ জন প্রতিযোগী অংশ নেয়। এরমধ্যে ১২জন মেয়ে ও ১২জন ছেলে রয়েছে। 

মন্তব্য করুন


 

Link copied