আর্কাইভ  মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫ ● ১ মাঘ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: বাড়ল এলপি গ্যাসের দাম; আজ থেকেই কার্যকর       নীলফামারীতে উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন       নীলফামারীতে স্ত্রীর মামলায় কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নিরাপত্তা কর্মকর্তার ৩ বছরের সাজা       নীলফামারীতে ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ       নীলফামারী কারাগারের হাজতি যুবলীগ নেতার মৃত্যু      

 

নীলফামারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ- নিহত ২

রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, রাত ০৮:৩৮

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলা সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। রবিবার (১২ জানুয়ারী) বিকালে নীলফামারী সদরের কুন্দুপুকুর সড়কের শালহাটির চিকাসাহা নামক স্থানে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার পূর্বসুটিপাড়া মহল্লার খায়রুল ইসলামের ছেলে মিলন ইসলাম (১৮) ও পৌর শহরের সরকারপাড়া গরুহাটি এলাকার আব্দুল আজিজের স্ত্রী লতা বানু(২৫)। 
আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উক্ত সড়কে উভয় দিক দিয়ে আসা দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় পথচারী ও গ্রামবাসী তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করে। উক্ত পাঁচজন মোটরসাইকেল আরোহীর মধ্যে মিলন ইসলাম (১৮) হাসপাতালে নেয়ার পথের মধ্যে মৃত্যুবরণ করেন। অন্যান্য আহত ৪ জন আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সুত্র মতে রংপুর নেয়ার পথে লতা বানু মারা যান। এ ঘটনায় লতাবানুর স্বামীও গুরুত্বর আহত হয়েছেন। তিনি সহ অপর আহত তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন লতা বানুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হইনি তবে মিলন ইসলাম মারা গেছেন। 

মন্তব্য করুন


 

Link copied