স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ উপলক্ষ্যে নীলফামারীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দীন সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ক তথ্য চিত্র উপস্থাপন করেন। এছাড়া সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বক্তব্য রাখেন।
সেমিনারে ভেজাল খাদ্য পরিহারসহ ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।