আর্কাইভ  বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪ ● ৭ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না- জাপা কো চেয়ারম্যান মোস্তফা       স্বামীর যে তিনটি আচরণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়       পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে       বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” ইভেন্ট অনুষ্ঠিত        বিভাগীয় লেখক পরিষদর রংপুর এর নতুন কেন্দ্রীয় কমিটি      

 

নীলফামারীতে বিজিবির নিয়োগে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ॥ পরীক্ষা স্থগিত

শনিবার, ৯ নভেম্বর ২০২৪, বিকাল ০৬:৪৪

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়ানে সৈনিক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সড়ক অবরোধ করে চাকরি প্রত্যাশীদের একটি অংশ। এ সময় তারা বিক্ষোভও করে। শনিবার(৯ নভেম্বর) বেলা সারে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানীস্থ  ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ানের সদর দপ্তরের  সামনের  এই অবরোধ করা হয়। এ সময় সড়কের দুই ধারে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
বেশ কিছু চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, নানা অনিয়মের মাধ্যমে লোক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছিল। পরে বেলা সোয়া একটার দিকে বিজিবির পক্ষ থেকে ওই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। পরে বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কের অবরোধ তুলে নিয়ে স্থান ত্যাগ করেন। 
এদিকে বিজিবির নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, শনিবার ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়ানে সৈনিক পদে পরীক্ষা দিতে তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে ৫৬ বিজিবির সদর দপ্তর নীলফামারীর দারোয়ানীস্থ  মাঠে জড়ো হন। কিন্তু ১ থেকে ১৭ নম্বর সিরিয়ালের কল (ডাকা) করার পর  হঠাৎ ৪৫ সিরিয়াল থেকে ডাকা শুরু হয়। নির্দিষ্ট সময়ের পরে যাঁরা এসেছেন, তাঁদের ডাকা হলেও আগে আসা অনেক প্রার্থীকে ডাকা হচ্ছিল না। মেডিকেল পরীক্ষা না করেই অনেককে বের করে দেওয়া হচ্ছিল। এ রকম নানা অনিয়মের বিষয়ে কয়েকজন প্রতিবাদ করলে তাঁদের মাঠ থেকে বের করে দেওয়া হয়। এ অবস্থায় তাঁরা সারে ১১টা থেকে সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানান। পরে বিজিবি কর্তৃপক্ষ বেলা সোয়া একটার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।
এ ব্যাপারে  ৫৬ বিজিবির নীলফামারীর ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আলী আকবর সাংবাদিকদের  বলেন, শনিবার (৯ নভেম্বর) বিজিবির সৈনিক পদে নিয়োগ ছিল। চাকরিপ্রত্যাশীদের এসএমএসের মাধ্যমে জানানো হয়েছিল। নিয়োগ পরীক্ষার জন্য নিয়োগ টিম বাইরে থেকে এসেছে। চাকরিপ্রত্যাশীরা দাবি করছিলেন, তাঁদের সিরিয়াল ব্রেক করে ডাকা হচ্ছিল। মেডিকেল ঠিকভাবে করা হয়নি। তাঁদের এমন অভিযোগ জানার চেষ্টা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজকের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাঁদের আবারও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে। 

মন্তব্য করুন


 

Link copied