স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ‘হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’ এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার(১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নীলফামারীর যৌথ সমন্বয়ে জেলা প্রশাসকের চত্তরে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ প্রমূখ।