আর্কাইভ  শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪ ● ৩ কার্তিক ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প       নীলফামারীতে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন       নীলফামারীতে প্লাষ্টিকের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা       ডোমারে বিএনপির সমাবেশে জনস্রোত ॥ বক্তব্য রাখেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন       সাকিবের দেশে আসা স্থগিত, ব্যাখ্যা দিলেন ক্রীড়া উপদে      

 width=
 

নীলফামারীতে মিথ্যে মামলা করায় বাদীর তিন বছরের কারাদন্ড

সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩, রাত ১১:৫৮

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ মিথ্যে মামলা করায় অভিযোগকারীর (বাদীর) তিন বছর কারাদন্ড তিন হাজার টাকা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দিয়েছে আদালত। আজ সোমবার(১৬ জানুয়ারী) বিকেলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এই দন্ড প্রদান করেন। 
দন্ডিত আরিফ হোসেন নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ মাস্টারপাড়া এলাকার মৃত. আজিজুল ইসলামের ছেলে। 
ডিমলা থানার পরিদর্শক(তদন্ত) বিশ^দেব রায় জানান, ২০২০ সালে মারধর ও আটক রাখার অভিযোগ এনে ডিমলা থানায় মামলা করেন আরিফ হোসেন। মামলাটি তদন্তকালে অভিযোগ সঠিক নয় এবং মিথ্যা বলে প্রতীয়মান হয় তদন্ত কর্মকর্তার। এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে স্যা প্রমাণ শেষে আজ সোমবার বিকালে আদালতের বিজ্ঞ বিচারক মিথ্যে মামলা করায় অভিযোগকারীর (বাদীর) তিন বছর কারাদন্ড তিন হাজার টাকা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করেন। 
আদালত পুলিশ পরিদর্শক জিন্নাত আলী বলেন, দন্ডিত ওই ব্যক্তিকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 
ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, এই মামলার রায় ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামীতে কেউ যেন আর মিথ্যা মামলা দায়েরের সাহস না পায়। এটাই তার উত্তম দৃষ্টান্ত।

মন্তব্য করুন


 

Link copied