আর্কাইভ  বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ● ২৩ মাঘ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫

নীলফামারীতে রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, রাত ০৯:২৪

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার (১৮ জানুয়ারি) রাতে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। এসময় তিনি বলেন, সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতা অপরিহার্য। বিশেষত বাংলাদেশ পুলিশের সকল সদস্যের দায়িত্ব পালনের ক্ষেত্রে শারীরিক সুস্থতা আবশ্যক। শারীরিক সুস্থতার ক্ষেত্রে খেলাধুলা অন্যতম ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধূলা চর্চার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য সকল পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানান তিনি। 
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান ও সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান।
ফাইনাল খেলায় দ্বৈত বিভাগে (ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব) চ্যাম্পিয়ন হয় নীলফামারীর ডিমলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী ও পুলিশ পরিদর্শক (শঃ ও যাঃ) জ্যোতির্ময় রায় এবং রানার আপ হয় কুড়িগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (নি:) মোঃ আব্দুর রাজ্জাক মিঞা ও পুলিশ পরিদর্শক (নি:) মোঃ হাবিবুল্লাহ। একক বিভাগে (কনস্টেবল থেকে এসআই) চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট জেলা পুলিশের সদস্য মোঃ আহসান হাবীব এবং রানার হয় নীলফামারী জেলা পুলিশের মোঃ রিপন মিয়া। দ্বৈত বিভাগে (কনস্টেবল থেকে এসআই) চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট জেলা পুলিশের সদস্য মোঃ নাজমুল হক ও মোঃ আহসান হাবীব এবং রানার আপ হয় নীলফামারী জেলা পুলিশের সদস্য মোঃ তাইফুর রহমান ও মোঃ রিওন মিয়া।

মন্তব্য করুন


Link copied