আর্কাইভ  বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪ ● ৭ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকে গোপনে ভিডিও ধারণের অভিযোগ তাসনুভার       আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্রের       অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা       পুলিশে ফের বড় রদবদল       যথযোগ্য মর্যাদায় রংপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত      

 

নীলফামারীতে শ্রেষ্ঠ তিনটি মন্ডপকে শারদ সম্মাননা প্রদান

রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, রাত ০৮:৩০

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ সনাতন ধর্মের  শারদীয় দুর্গাপুজার উৎসবে এবার নীলফামারী জেলা পর্যায়ে শ্রেষ্ট মন্ডব হিসাবে তিনটি মন্ডবকে শারদ সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। মূলত সেরার সেরা ,সেরা মন্ডপ, সেরা প্রতিমা, সেরা পরিবেশবান্ধব, সেরা ভাবনা, এই ক্যাটেগরিগুলিতে শারদ সম্মাননা তুলে দেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপুজা শুরুর পূর্বে এই পুরস্কার ঘোষনা করেছিল  জেলা প্রশাসন। 
এতে দেখা যায় জেলার সৈয়দপুরের কামারপুকুর এলাকার রানু এ্যাগ্রোর মন্ডপ প্রথম, ডোমারের ছোট রাউতা চাকধা পাড়া মন্ডপকে দ্বিতীয় ও জেলা শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি পুজামন্ডপকে তৃতীয় হিসেবে সম্মাননা প্রদান করা হয়। 
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এ সময় উপস্থিত ছিলেন। 
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সম্মাননা স্মারক ছাড়াও একটি করে সনদ পত্র প্রদান করা হয় মন্ডপ প্রতিনিধির হাতে। আগামীতে উপজেলা পর্যায়েও এমন উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানান জেলা প্রশাসক। উল্লেখ যে,চলতি বছর শারদীয় উৎসব জেলায় প্রায় আট শতাধিক মন্ডবে পুজো অনুষ্ঠিত হয়েছিল। 

মন্তব্য করুন


 

Link copied