স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ‘হাসপাতাল সমাজ সেবা কার্যক্রম জোরদারকরণ, সমস্যা, সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ২৫০শয্যা বিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতালের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় ২৫০ শষ্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ, সিনিয়র কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর আলম ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মেজবাহুল মোকাররাবীন বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা নুরন্নাহার নুরী।
সেমিনারে সমাজ সেবা কার্যক্রমের আওতায় সেবার মান বাড়ানো, তহবিল সংগ্রহ এবং রোগী কল্যাণ সমিতির কার্যক্রম সক্রিয় করণের আহবান জানানো হয়। চিকিৎসক, গণমাধ্যম কর্মী এবং সমাজ সেবা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।