স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন ডিমলা কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বৃহ¯পতিবার (২৪ অক্টোবর) জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঢাকার মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদ-এর এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নির্বাচিত জেলা ও মহানগরী আমীরগণের নাম ঘোষণা করেন।
গত ১৪ অক্টোবর নীলফামারী জেলা জামায়াতের কার্যালয়ে রুকন সম্মেলনে ২০২৫-২০২৬ ইং সেশনের জন্য জেলা আমীর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ৮৫৩ জন রুকন। এর আগে নীলফামারী জেলা জামায়াতের আমীরের দ্বায়ীত্ব পালন করেন আমীর মুহাম্মদ আব্দুর রশীদ। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য হিসেবে রয়েছেন।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সংসদ সদস্য পদপ্রার্থী। এর আগে তিনি জেলা জামায়াতের নায়েবে আমীর হিসেবে দ্বায়ীত্ব পালন করেছিলেন। পেশাগত ও রাজনৈতিক জীবনের বাইরেও তিনি উত্তরাঞ্চলের ইসলামীক বক্তা হিসেবে বেশ জনপ্রিয়।
মাওলানা আব্দুস সাত্তার নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়ার এলাকার বাসিন্দা। শিক্ষাজীবনে বগুড়া আজিজুল হক সরকারী কলেজ থেকে ডিগ্রি, রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স এবং জয়পুরহাট হানাইল নোদমানীয়া কামিল মাদরাসা থেকে কামিল পাস করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা ও নীলফামারী জেলার সাবেক আমীর মুহাম্মদ আব্দুর রশীদ জানান, আজ কেন্দ্রীয় জামায়াতের বৈঠকের মাধ্যমে নির্বাচিত জেলা ও মহানগরী আমীরগণের নাম ঘোষণা করেন আমীরে জামায়াত। আগামী নভেম্বর মাসের মধ্যে জেলা ও উপজেলা জামায়াতের সকল পর্যায়ের দ্বায়ীত্বশীল নির্বাচন সম্পন্ন হবে।