অনলাইন ডেস্ক: চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, চট্টগ্রামে পূজামণ্ডপের মঞ্চে ‘ইসলামিক গান’ পরিবেশনের সঙ্গে জড়িতদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নগরীর জেএম সেন হলের পূজামণ্ডপের মঞ্চে গিয়ে এই ঘোষণা দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘আজ বৃহস্পতিবার রাতের মধ্যেই জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। প্রয়োজনে আমি সিএমপি কমিশনার স্যারের সঙ্গে দেখা করবো। আজ রাতের মধ্যে যাতে মামলা হয়। সেই বিষয়ে তার সঙ্গে কথা বলবো।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘কে মঞ্চে ওঠবে, কে উঠবে না সেটি নির্ধারণ করার দায়িত্ব যার ছিল, তিনি দায়িত্বে অবহেলা করেছেন। তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। আমি পূজা উদযাপন কমিটির কাছে এটি অনুরোধ করবো। এই পূজা শুধু আপনাদের না। এই পূজা আমার, আমাদের, এই পূজা সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।’
প্রসঙ্গত, চট্টগ্রামে জেএম সেন হলের শারদীয় দুর্গোৎসবের মঞ্চে ইসলামি সংগীত পরিবেশন করেছেন একদল তরুণ। অভিযোগ উঠেছে, ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমির সদস্যরা এটি করেছেন। তবে বিষয়টি অস্বীকার করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরের জেএম সেন হলের শারদীয় দুর্গোৎসবের মঞ্চে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, পূজা উদযাপন কমিটির এক নেতার আমন্ত্রণে সংগঠনটি ওই পূজামণ্ডপে গান করতে যায়। তবে গান গাওয়ার পরে সনাতন ধর্মের মানুষদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা ওই সংগঠনটিকে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছেন। যদিও জামায়াত ও শিবির জানিয়েছে, তারা এই গান করার বিষয়ে কিছুই জানে না, গানের দলটিও তাদের কোনও অঙ্গসংগঠন নয়।
উত্তর বাংলা/ ম.ম