স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (রেজিঃ নং-এস-১২০৪৮) নীলফামারী সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার(৯ ডিসেম্বর) সমিতির পক্ষে জানানো হয়, খয়রাত হোসেন মার্কেটস্থ জেলা কার্যালয়ে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এতে নীলফামারী সদর উপজেলার হাড়োয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মুহাম্মদ আলমগীর সিদ্দিকীকে সভাপতি, শালহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক ও দুহুলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোরশেদ রিয়াজকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নীলফামারী সদর উপজেলা কমিটি গঠন করা হয়।