আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪ ● ৩০ কার্তিক ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: আন্দোলনে আহতদের আল্টিমেটাম, রাত দশটার মধ্যে আসতে হবে ৪ উপদেষ্টাকে       রংপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার       পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সিপিবির পথসভায় বাধাঁ, কেড়ে নেয়া হলো মাইক       সংবাদপত্রের কর্মকর্তাকে বিয়ে করছেন প্রিয়ন্তী উর্বী!       এবার চূড়ান্ত বিপ্লব ডাকের হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ      

 

প্রেমে অনীহা: তরুণকে অপহরণ করলো তরুণী

সোমবার, ১১ নভেম্বর ২০২৪, দুপুর ০৩:৪৩

নিউজ ডেস্ক: কলেজছাত্র সুমন মিয়া ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার বাড়িতে যাওয়ার পথে  নিখোঁজ হন। তিনি শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে। সুমন শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এদিকে অপহরণের অভিযোগে সদর থানার পুলিশ গতকাল রোববার রাতে এক ব্যক্তি ও তাঁর কলেজপড়ুয়া মেয়েকে (১৭) গ্রেপ্তার করেছে।

এর আগে গতকাল রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী দুই–তিনজন যুবকের সহায়তায় সুমন মিয়াকে অপহরণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজছাত্র সুমন মিয়াকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সুমনের সন্ধান না পেয়ে তাঁর মা-বাবা, স্থানীয় লোকজন ও কয়েকজন সহপাঠী গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঙ্গে দেখা করেন। পুলিশ সুপার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। মুঠোফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানা যায়। তবে বর্তমানে তাঁর ফোনটি বন্ধ আছে। তাঁকে উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।

মন্তব্য করুন


 

Link copied