বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার কৃষিকাজ করে নেট দুনিয়ায় ভাইরাল।অভিনেত্রী জয়া আহসানকেও দেখা গেল শীতকালীন সবজি ক্ষেতে দারুণ মুহূর্ত উপভোগ করতে। মন দিয়ে সবজি বাগান সাজালেন জয়া।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া।
সেখানে ভিন্নভাবে দেখা মেলে তার। একটি সবজির খামারে সময় দিচ্ছেন জয়া আহসান। শুধু তাই নয়, বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবজি তুলতে। ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা, শালগম- কি না ছিল সেই খামারে! সবই যত্নের সঙ্গে কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন।
যদিও খামারটা কার বা কোথায়, সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া। তবে ভিডিওতে জয়াকে তখন খুব হাস্যজ্বল ও সাধারণ পোশাকেই দেখা যায়। কেউ একজন তার ভিডিও তুলে দিলেও সেখানে একা ছিলেন না জয়া। অভিনেত্রীকে সঙ্গ দিয়েছে পোষ্য কুকুর ছানা।
সেই ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন, ‘ময়লায় হাত, মাথায় রোদ, প্রকৃতির সাথে হৃদয়, কৃষি জীবনই শ্রেষ্ঠ।’