ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতি
নিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
সোমবার দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা শহরে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও রেহেনুমা তারান্নুম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউএনও রেহেনুমা তারান্নুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভিন, উপজেলা শিক্ষা অফিসার আকবর কবির, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মজিবর রহমান। সভা শেষে মোছাঃ রাজিয়া সুলতানাকে অর্থনৈতিক ভাবে সাফল্যে, মোছাঃ ছালমা আক্তারকে শিক্ষায়, মোছাঃ রাহিনা বেগমকে সফল জননী, মোঃ হেনা বেগমকে নির্যাতনের বিভীষিকায় ও মোঃ শিমু শেখকে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ৫ জন জয়িতা নারীকে সম্মাননা স্বারক ও ক্রেষ্ট প্রদান করা হয়।