আর্কাইভ  মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪ ● ৭ কার্তিক ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: শুদ্ধাচার চর্চা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়-নীলফামারীতে শুদ্ধাচার বিষয়ক কর্মশালা       বেরোবিতে পুলিশ ক্যাম্পের কার্যক্রম পুনরায় শুরু       উত্তরবঙ্গে ঘনিয়ে আসছে শীত; তাপমাত্রা ১৭.৮       আড়াই শতাধিক এসআইকে অব্যাহতি       প্রবাসী সরকার: কী বলছে আ.লীগ ও ভারত      

 width=
 

ফোনালাপ ফাঁস: রাবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, রাত ০৯:৪১

ডেস্ক: ফোনালাপ ফাঁসের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল শাখার দুই নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়া দুই ছাত্রদল নেতা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব এবং সদস্য হাসিবুর ইসলাম হাসিব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে রাবি শাখার যুগ্ম আহ্বায়ক আহসান হাবিবকে সাংগঠনিক পদ থেকে এবং হাসিবুল ইসলাম হাসিবকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সাংগঠনিক সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেন শাখা ছাত্রদলের এই যুগ্ম আহ্বায়ক। মামলায় ২০০ থেকে ২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

গত ৮ অক্টোবর মতিহার থানায় দায়েরকৃত এই মামলা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে বাদী মোহাম্মদ আহসান হাবিব ও হাসিবুল ইসলাম হাসিবের কথোপকথনের দুটি কল রেকর্ড (ফোনালাপ) ফাঁস হয়। আর এর পরপরই কেন্দ্রের সাংগঠনিক সিদ্ধান্ত আসে।

মন্তব্য করুন


 

Link copied