পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পৃথক ভাবে চার দফায় ১০০ মেট্রিক টন করে ৪০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়েছে বাংলাদেশে।
গত ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে শুরু হয়ে চলতি বছরের বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধা পর্যন্ত চার দফায় চালের ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করে। চালগুলো আমদানি করেছেন চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয় বলে জানায় বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বন্দরটি পাথরের জন্য বিক্ষাত হলেও নানা পণ্যের সাথে এবার চার দফায় আতপ চাল আমদানি হয়েছে। ৪র্থ দফায় বৃহস্পতিবার বিকেলে বন্দরটি দিয়ে ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চালগুলো দেশে আসে।