ক্রীড়া ডেস্ক ; আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি উপলক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই স্কোয়াডে ডাক পাননি ওপেনার লিটন কুমার দাস। সাম্প্রতিক সময়ে পারফর্মে ধারাবাহিকতা না থাকার কারণেই তাকে দল থেকে বাদ পড়তে হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিনে জ্বলে উঠেছেন লিটন দাস। চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ওপেনার।
রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তজার্তিক স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজশাহী।
ব্যাটিংয়ে নেমে শক্ত ভিত গড়েন তানজিদ-লিটন জুটি। ইনিংসের ১৬তম ওভারে ব্যক্তিগত শতরান তুলে নেন লিটন। মাত্র ৪৪ বলে শতরান তুলে নেওয়ার পথে ৭টি ছক্কা ও ৮টি ৪ হাঁকিয়েছেন লিটন। সেঞ্চুরির পথে রয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ বলে ১০৫ করে অপরাজিত আছেন লিটন, অপরপ্রান্তে ৫৭ বলেন ৯৭ রানে অপরাজিত তানজিদ হাসান। ঢাকার সংগ্রহ ১৭.৩ ওভারে ২০৬-০।