সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। শুক্রবার বিকালে অবরোধ কর্মসূচিতে হাজারও শিক্ষার্থী ও জনতা অংশ নেয়।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টা ৩৫মিনিটে বামনডাঙ্গা এসে পৌঁছিলে ছাত্র-জনতা ট্রেনটিকে অবরোধ করে দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করতে থাকে। এ সময় বক্তব্য রাখেন আন্দোলন কমিটির ছাত্র সমণ¦য়ক মো: সাব্বির আহমেদ, আবু রায়হান, আশরাফুল ইসলাম আশিক, আমানুল্লা আমান, মেহেদী হাসান সেতু, রাসেল প্রামানিক, মেহেদী হাসান, রেজওয়ান খান রুদ্র, ফাহিম প্রামানিক প্রমুখ।
খবর পেয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম ও সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহাবুর আলম স্টেশনে পৈৗছলে ছাত্র-জনতা তাদের অবরূদ্ধ করে। পরে ট্রেন যাত্রাবিরতির দাবীতে ছাত্র-জনতার সাথে একাত্নতা ঘোষনা করেন প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার নিজ উদ্যোগে রেলওয়ের সচিব সহ উচ্চ পদস্ত কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে রাত ৯টার সময় সমবেত ছাত্র- জনতার উদ্দেশ্যে বলেন, মুঠোফোনে রেলওয়ের মহা পরিচালক সর্দার শাহাদত আলী ট্রেনটির যাত্রা বিরতীর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েঝেন। রোববার অফিসিয়াল ভাবে বিস্তারিত জানানো হবে। রেলওয়ের উচ্চ পদস্ত কর্মকর্তাদের প্রতিশ্রুতিতে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। আটকে পড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টা ৪৫মিনিটে বামনডাঙ্গা হতে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।