বেরোবি প্রতিনিধি: বিজয়ের ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এর নির্দেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান শামীমের নেতৃত্বে ক্যাম্পাসে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে আনন্দ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন শহীদ মুখতার ইলাহী হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রহমান, সবুজ মিয়া, নাঈমুর ইসলাম, মুর্শিদ প্রমূখ। এ সময় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বিজয়ের লাল সবুজের পতাকা পেয়েছি।
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নশীল সোনার বাংলা পেয়েছি।বিজয়ের ৫০ বছরে শ্রদ্ধা ভরে স্মরণ করেন বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও ত্রিশ লক্ষ শহীদদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা।