আর্কাইভ  বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪ ● ২১ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: ফেন্সিডিল সহ সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তা সহ আটক দুই       সৈয়দপুরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর       বিএনপি চেয়ারপারসনের সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ       জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা থেকে বাদ পড়ল জাপা       দেশে ১২টি শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টির পূর্বাভাস      

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের স্মরণে মাসকাট, মুগ্ধকে নিয়েও পরিকল্পনা বিসিবির

রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, রাত ০৯:০৯

ক্রীড়া ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন অনেকেই। তবে এর মধ্যে আলোচিত রংপুরের শহিদ আবু সাঈদ ও ঢাকার মীর মাহফুজ রহমান মুগ্ধ। স্বাভাবিকভাবেই আসন্ন বিপিএলকে কেন্দ্র করে এই দুই শহিদকে বিশেষভাবে স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএলের এবারের আসরকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উন্মোচন করা হয় বিপিএল ২০২৫-এর মাসকাট। বিশেষ এ মাসকটের নাম দেওয়া হয়েছে ‘ডানা ৩৬’।

পাখির ডানার মতো হাত দুটি উচিয়ে বুক পেতে দাঁড়িয়ে থাকার শহিদ আবু সাঈদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এ মাসকাটে। এছাড়াও স্টেডিয়ামে লঞ্চ করা হবে ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড।’

এ ছাড়াও দর্শকদের মাঠমুখি করার জন্য রাখা হয়েছে নানা আয়োজন। যেমন, ফ্যান এনগেজমেন্ট-সোশ্যাল কনটেস্ট, স্পেশাল ফ্যান জোন অ্যাকটিভিশন, ইন ভেন্যু ফ্যান এনগেজমেন্ট-গেমস অ্যান্ড গিভ-অ্যাওয়ে (গিফট), ম্যাচ চলাকালীন ফ্যান এনগেজমেন্ট, গেমস অ্যান্ড গিভওয়ে (গিফট), ডিজিটাল ওয়াচপার্টিস এবং কমেন্ট্রি।

উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এ টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন


 

Link copied