কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার শিলখুড়ি মাস্টার পাড়া মাদ্রাসা মাঠে গত ১৫ ডিসেম্বর রোববার সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সাইট সেভার্স এর সহযোগিতায় এবং মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মাস্টার পাড়া যুব সংঘ এবং ফ্রেন্ডশিপের সার্বিক সহযোগিতায় সীমান্তবর্তী ব্যক্তিদের জন্য
কাশেম ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত ১০৫ জন চক্ষু রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ৪৫ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় । ৬০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ এবং ২০ জন চক্ষু রোগীর বিনামূল্যে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয় । বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন , মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুল হাবিব কাজল , ফ্রেন্ডশিপের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহফুজার রহমান, মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ওবায়দুল, সাইট সেভার্স এর প্রোগ্রাম কোর্ডিনেটর অরবিন্দু রায়, সিনিয়র রিফ্রাকশনিস্ট প্রহেলিকা, প্যাথলজিস্ট আরিফ প্রমুখ।