রংপুর প্রতিবেদক: সোমবার (১৮ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।
তিনি বলেন, ‘আমরা যারা রংপুর মহানগর বিএনপির নেতা-কর্মী আছি, তারা রংপুরকে শক্তিশালী করার জন্য যত রকম কষ্ট করার জন্য আমরা সবাই সেটা করব। এবং চক্রান্ত যতই হোক আমি মনে করি সত্যের জয় নিশ্চিত। আমি মনে করি রংপুর শহরে এমন কোনো ব্যক্তি নাই যে বলতে পারে, আমি আমার বিএনপি নেতাদের কেউ কোনো রকম অরাজকতার সঙ্গে সম্পৃক্ত আছে। কেউ কোনো চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত আছে অথবা মামলা বাণিজ্যর সঙ্গে যুক্ত আছে। আমার কোনো নেতাকর্মী ও মূল দলের নেতাকর্মীরা বা আমাদের অন্যান্য যারা নেতাকর্মীরা আছেন, তারা কেউ সম্পৃক্ত আছে বলে মনে করি না।’
তিনি আরও বলেন, ‘এখানে চাঁদাবাজদের কোনো সুযোগ নাই। কাওছার জামান বাবলা যিনি এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এনিয়ে মাহিগঞ্জের সব হিন্দু সম্প্রদায়কে উত্ত্যক্ত করে মারছে। এটি হিন্দু সম্প্রদায়ের লোকজন সাংবাদিক সম্মেলন করেছে। হিন্দুদের ওপর অত্যাচার করবে আর বিএনপির সুনাম ক্ষুন্ন হবে, আমরা এটা হতে দিতে পারি না। যতক্ষণ আমি কনর্ভেনর ততক্ষণ তারেক রহমানের নির্দেশ একশভাগ পালন করে যাব। মূলত আওয়ামী লীগের লোকদের শেল্টার দেওয়ার জন্য বিএনপির নামধারী নেতা কাওছার জামান বাবলা এই ষড়যন্ত্রের চেষ্টা করছেন। আওয়ামী লীগের লোকদের নামে যদি কোনো মামলা হয়ে থাকে, তাহলে বিএনপির লোক কেন চেষ্টা করবে এ মামলা প্রত্যাহারের।’
এদিকে আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে মহানগর বিএনপি সদস্য কাওছার জামান বাবলা। তিনি সব অভিযোগ মিথ্যা বলে জানান, সংবাদ সম্মেলন বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু প্রতিটি কথা সাংবাদিকদের মিথ্যা বলেছে। বলেছে, আমার বিএনপিতে কোনো অবদান নাই। আমি যখন প্রোগ্রামে থাকি তখন ক্যামেরা ম্যান আমার ছবি তুললে সেগুলো কেটে ডিলেট করে দিতে বলে সামু। এত বড় হিংসা প্রকৃতির মানুষ সে। বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে সামু জেল খাটেনি আমি খেটেছি। এবার সবচেয়ে বেশি জেল খেটেছি আমি। আজকে যদি ৫ই আগষ্ট বাংলাদেশ আরেকবার মুক্তি না হইতো আমাদেরকে জেলেই পচে মরতে হইতো। আমার বিরুদ্ধে তাজহাট থানা পোরা মামলা, ডিবি অফিস পোরানোর মামলা, পুলিশ হত্যা মামলা সবকিছু আমকে দিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমি চাচ্ছি মিথ্যাচার সামসুজ্জামান সামু যে করলো আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে বিএনপির হাই-কমান্ড এবং তারকে রহমানের কাছে আমার মেসেজটা পৌঁছে দিতে চাই। আমি যে কথাগুলো বললাম সেগুলো সত্যি নাকি মিথ্যা সেটা আপনারা বিবেচনা করবেন। সারা বাংলাদেশ জানুক রংপুর মহানগর বিএনপিতে কী হচ্ছে। আমি যেটা রিপোর্ট পেয়েছি বৈষম্ বিরোধী আন্দোলনে অন্যতম আসামি এডিসি উৎপল কুমার রায় ও ডিসি মারুফ সামুর নেতৃত্বে তাকে গ্রেফতার করে।’
উল্লেখ্য, সামসুজ্জামান সামু রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও কাওছার জামান বাবলা সদস্য পদে রয়েছেন।