আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪ ● ৩০ কার্তিক ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: আন্দোলনে আহতদের আল্টিমেটাম, রাত দশটার মধ্যে আসতে হবে ৪ উপদেষ্টাকে       রংপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার       পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সিপিবির পথসভায় বাধাঁ, কেড়ে নেয়া হলো মাইক       সংবাদপত্রের কর্মকর্তাকে বিয়ে করছেন প্রিয়ন্তী উর্বী!       এবার চূড়ান্ত বিপ্লব ডাকের হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ      

 

মাহফুজ আলমকে উপদেষ্টা করার কারণ জানালেন রিজওয়ানা

সোমবার, ১১ নভেম্বর ২০২৪, দুপুর ০৩:২২

নিউজ ডেস্ক:  সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনকে।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কিছু কৌশলগত কারণে কাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মাহফুজ আলমের পদমর্যাদা বাড়াতেই উপদেষ্টা করা হয়েছে। তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

জুলাই- আগস্টের গণহত্যার বিচার ও সংস্কারকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, কমিশন যেগুলো হয়েছে, মঙ্গলবারের (১২ নভেম্বর) মধ্যে বাকিগুলো চূড়ান্ত করা হবে। এর পরেই সংস্কারের কাজগুলো শুরু হবে।
 
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা সংস্কারের দাবিও অস্বীকার করছে না। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারে বাধা এসেছে এ রকম হয়নি। 

মন্তব্য করুন


 

Link copied