আর্কাইভ  রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪ ● ১০ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: রংপুরের মাহিন বেঁচে নেই জানেন না মা, বাবা ছুটেছেন ঢাকা       রংপুর বিভাগীয় পাঠাগার সম্মেলন অনুষ্ঠিত: পাঠাগার সুরক্ষার দাবি       নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপক গ্রেপ্তার       স্কুলে ভর্তির ইঁদুরদৌড়ে নাজেহাল অভিভাবক       শেখ হাসিনাকে নিয়ে সারজিসের স্ট্যাটাস, মুহুর্তেই ভাইরাল      

 

রংপুরে অঞ্জলিকা’র  জমজমাট হেমন্তকালীন কবিতা উৎসব  

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, দুপুর ১২:৫৪

সংবাদ বিজ্ঞপ্তি: রংপুরের মননশীল সাুিহত্য পত্রিকা অঞ্জলিকা’র উদ্যোগে অনুষ্ঠিত হলো জমজমাট হেমন্তকালীন কবিতা উৎসব। নগরীর পাবলিক লাইব্রেরী হলে মংগলবার আয়োজিত এ উৎসবে ছিলো শুভেচ্ছাকথা, স্বরচিত কবিতা ও ছড়াপাঠ এবং গান। 

অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ এর সভাপতিত্বে অনু্িষ্ঠত এ উৎসবে বিশেষ  অতিথি ছিলেন কবি বিমলেন্দু রায়, কবি হাই হাফিজ , অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কবি কালীরন্জন বর্মণ, লেখক ও কবি রানা মাসুদ, ও কবি আজহারুল আল আজাদ।  এতে স্বরচিত কবিতা ও ছড়া পাঠে অংশ নেন : বাদল রহমান , তৈয়বুর রহমান বাবু, শাহিদা মিলকী , হেলেন আরা সিডনী, এস.এম খলিল বাবু, নজরুল মৃধা, মারুফ হোসেন মাহবুব, দেলোয়ার হোসেন রংপুরী, জাকির আহমদ, তৌহিদা খাতুন , এমাদ উদ্দিন আহমেদ , সেবু মোস্তাফিজ, সুমাইয়া বিনতে শুধু, তোফাজ্জল হোসেন , বজলুর রশীদ, আয়েশা সিদ্দিকা, মাসুম মোরশেদ, শরীফ সুমন, নুরুন্নাহার বেগম, শাকিল মাসুদ, হাফিজ রেদোয়ান, নুসরাত থানম উপমা, , আবু হেনা, শাহরিয়া সিদ্কিা, কামরুন লায়লা জেসি , মোকাদ্দেস আলী রাব্বী, ওবায়দুল মজিদ, মনিরুজ্জামান মনির , মোকতার হোসেন, জুয়েল  প্রমূখ । 

উৎসবে গান গেয়ে শোনান, রওশন আরা সোহেলী, সুফি জাহিদ হোসেন ও শাহ আলম । পুরো আয়োজনটি উপস্থাপন করেন অঞ্জলিকার সহযোগী সম্পাদক মাহবুবুল ইসলাম ।

মন্তব্য করুন


 

Link copied