আর্কাইভ  বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪ ● ২১ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: ফেন্সিডিল সহ সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তা সহ আটক দুই       সৈয়দপুরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর       বিএনপি চেয়ারপারসনের সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ       জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা থেকে বাদ পড়ল জাপা       দেশে ১২টি শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টির পূর্বাভাস      

 

রংপুরে জেলা যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৭:৫৭

নিজস্ব প্রতিবেদক মমিনুল ইসলাম রিপন রংপুর ॥ ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে
রংপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ জেলা যুবদল। বুধবার বিকেল সাড়ে ৪ টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর সালেক মার্কেট, জীবন বীমা মোড়, জাহাজ কোম্পানী মোড় প্রদক্ষিণ করে পুনরায়


দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেম্স, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন রাকিব, সহ-সভাপতি তারেক হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, আকিবুর রহমান মনু, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুইডেন, তামজিদুর রশিদ গালিব, মাহমুদুল হাসান রানা, জেলা


ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ  প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এই দেশে অন্য কোন দেশের হস্তক্ষেপ দেখতে চায় না বাংলার মানুষ। এরপরে আবার হাইকমিশনে হামলা হয়, জাতীয় পতাকার অবমাননা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের একটিও অফিস থাকতে দেয়া হবে না বলো হুশিয়ারি  দেন। তারা বলেন, ছাত্র আন্দোলনের বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার দোসর ভারতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। বাংলাদেশে হিন্দু-মুসলিমসহ কোন ধর্মের লোকের সাথে কারো কোন বিরোধ নাই। আমরা সকলে ভাই-ভাই। এখানে ভারতের কোন অবস্থান সহ্য করা হবেনা। আগামীতে দেশবিরোধী কোন ষড়যন্ত্র হলে বাংলার জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে।

মন্তব্য করুন


 

Link copied