আর্কাইভ  রবিবার ● ২ ফেব্রুয়ারি ২০২৫ ● ২০ মাঘ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ২ ফেব্রুয়ারি ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: কপাল পুড়ল রংপুরের       কুড়িগ্রামের সাবেক এমপি নাজমীন সুলতানা আটক       ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টিকারী জ্যোতি গ্রেপ্তার       ঠাকুরগাঁওয়ে বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার       কুড়িগ্রামে ৩ টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম      

 

রংপুরে বাস-মাহেন্দ্রার সংঘর্ষ, নিহত ৩

শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, দুপুর ১১:৫৪

মহানগর প্রতিনিধি: রংপুরে বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সাতমাথা চায়না হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাস-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার তিন যাত্রী মারা যান। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। মহেন্দ্রাকে চাপা মেরে বাসটি চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জনসাধারণ, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালায়। বাস দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

মন্তব্য করুন


 

Link copied