নিউজ ডেস্ক : রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৭ সেকেন্ড স্থায়ী এ কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ১।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ২ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, ‘রংপুর সদর থেকে এ ভূমিকম্পের উৎপত্তি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ১।’