আর্কাইভ  বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫ ● ৯ মাঘ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান       কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রিজের নিচ থেকে ২নবজাতকের মরদেহ উদ্ধার       লালমনিরহাটে ৪টি ইটভাটায় ৫ লক্ষাধিক টাকা জরিমানা       মাদকবিরোধী আন্দোলনে ছাত্রদের নীলফামারীর ডিমলায় আগামীকাল ব্লকেড কর্মসূচি       নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর উপজেলা      

 

রংপুরে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কবির গ্রেপ্তার

রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:৩৫

মমিনুল ইসলাম রিপন :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুরের মাহিগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি করিব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি মো. আব্দুল কুদ্দুস বলেন, শনিবার রাত ১ টার দিকে নগরীর সাতমাথা এলাকা থেকে কবির হোসেনকে গ্রেপ্তার করেন মাহিগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী হলেন রংপুর মহানগরীর মাহিগঞ্জের ধুমখাটিয়া গ্রামের আব্দুস সামাদ এর ছেলে কবির হোসেন।

ওসি আব্দুল কুদ্দুস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় মেট্রোপলিটন কোতোয়ালি থানায় গত বছরের ১৩ নভেম্বর মামলা দায়ের করেন মাহিগঞ্জ রথবারী এলাকার মামুনুর রশীদ মামুন। যার মামলা নং-১২।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে গোলাগুলির ঘটনায় মামুনুর রশীদ মামুন একটি মামলা দায়ের করে সেই মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কবির হোসেন জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied